জিন্নতউন্নেসা

সেলিম জাহাঙ্গির



হ্যাঁ, মানুষের কলজে। না, কলজেখাকি
আজিমুন্নেসাকে চিনি না; সে হয়তো
সাত সমুদ্র তেরো নদী পাড়ে, যে
রাক্ষসপুরী সেখানকার কোনও
মুর্শিদকুলির কন্যা-টন্যা হবে।
মুর্শিদাবাদপুরীর জিন্নতউন্নেসা
বা আজমতউন্নেসা-- তিনি তো ধর্ম-
পরায়ণা। নিঃসঙ্গতার বিষে নীল-
আকাশের বিজলি। স্বামী সুজাউদ্দিনের
চরিত্রের কালো মেঘের প্রতিবাদ

না, কলজেখাকি আজমতউন্নেসাকে
চিনি না। সে হয়তো পাতালপুরীর কোনও
মুর্শিদকুলির কন্যা-টন্যা হবে।
নবাবপুরীর আজমতউন্নেসা-- তিনি তো
বিচক্ষণতার ঝরনাধারা। স্বামীর
বিরুদ্ধে পুত্র সরফরাজের মাথা
থেকে ধুয়ে দেন বিষ। তিনি তো মহানু-
ভব রাজকন্যা, মুক্তোর মতো কুড়িয়ে
নেন স্বামীর ক্ষমাপ্রার্থনা।

                   তাঁর সুখ
থেঁতলে অবশেষে তাঁকে রক্তাক্ত
করে স্বামীর মৃত্যুপুত্রনিধন
আলিবর্দির যথাযোগ্য সম্মান তাই কি
হয়ে উঠেছিল স্বর্ণোজ্জ্বল জুতো দান?





কবি পরিচিতি


জন্মস্থানঃ মহলন্দি, কান্দি, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশাঃ শিক্ষকতা ।

প্রকাশিত বইঃ 'এ সমাজ দুচোখের বিষ', 'চমস্কি মেঘ মালা', 'নেক নজরের র‍্যামপে' (কাব্যগ্রন্থ)। 'এসো সহজ নতুন ছন্দে কবিতা লিখি' (ছন্দ পুস্তিকা) ।



শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন