২১শে ফেব্রুয়ারি স্মরণে

মনিরুদ্দিন খান



ফি বছরে ফেব্রুয়ারির
একুশ তারিখ এলে
বুকের ভিতর ধিকিধিকি
তুষের আগুন জ্বলে।
শিরায় শিরায় রক্ত নাচে
দারুণ শিহরণ,
আকাশ বাতাস থরথরিয়ে
কাঁপে হৃদয়বন।
বাজ-বিজলি চমকে ওঠে
আঁধার মেঘের কোলে,
মায়ের ভাষা কেড়ে নিতে
শয়তানেরা আসে সদলবলে।
আঁতকে উঠে হঠাৎ দেখি
ফেরেস্তারা এসে
সালাম, রফিক, বরকত বেশে
ফুলের মত হাসে।
বাংলা মায়ের শহিদ যারা
আজও অমলিন,
ফেব্রুয়ারির একুশ তারিখ
বাজায় অভয় বীন।





কবি পরিচিতি


জন্মস্থানঃ ভাকুড়ি, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশাঃ শিক্ষকতা ।




শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন