মনিরুদ্দিন খান
ফি বছরে ফেব্রুয়ারির
একুশ তারিখ এলে
বুকের ভিতর ধিকিধিকি
তুষের আগুন জ্বলে।
একুশ তারিখ এলে
বুকের ভিতর ধিকিধিকি
তুষের আগুন জ্বলে।
শিরায় শিরায় রক্ত নাচে
দারুণ শিহরণ,
আকাশ বাতাস থরথরিয়ে
কাঁপে হৃদয়বন।
দারুণ শিহরণ,
আকাশ বাতাস থরথরিয়ে
কাঁপে হৃদয়বন।
বাজ-বিজলি চমকে ওঠে
আঁধার মেঘের কোলে,
মায়ের ভাষা কেড়ে নিতে
শয়তানেরা আসে সদলবলে।
আঁধার মেঘের কোলে,
মায়ের ভাষা কেড়ে নিতে
শয়তানেরা আসে সদলবলে।
আঁতকে উঠে হঠাৎ দেখি
ফেরেস্তারা এসে
সালাম, রফিক, বরকত বেশে
ফুলের মত হাসে।
বাংলা
মায়ের শহিদ যারাফেরেস্তারা এসে
সালাম, রফিক, বরকত বেশে
ফুলের মত হাসে।
আজও অমলিন,
ফেব্রুয়ারির একুশ তারিখ
বাজায় অভয় বীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন