পৃষ্ঠাসমূহ

মৃত্যুর পরের ব্লক

শেখ সাবীর আলী


স্বজনেরা যে যার মত কাঁদছে
গিন্নি বিলাপ করছে আর বার বার মুর্ছা যাচ্ছে
নবীন-প্রবীন আগুন্তুক ও প্রতিবেশীরা
নিস্তব্ধতার মাঝে স্মৃতিচারণ করছে
আলোচনা হচ্ছে যতসব গুনাবলী নিয়ে
যেন কোন দোষই ছিল না আমার।
কবর খনন হয়ে গেছে, বাঁশ কাটাও শেষ
আমার নিথর দেহটা পড়ে আছে
খাটের উপর, সাদা কাপড়ে মোড়া। 
শত ব্যস্ততা আজ থেমে গেছে 
থেমে গেছে সারা দিনের কর্মচাঞ্চলতা
বিভিন্ন ওয়েব সাইট বিচরণ 
আজ বন্ধ হয়ে গেছে
বন্ধ হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা অন লাইনে আড্ডা
কিন্তু একটা ব্লক যে আমাকে লিখতেই হবে
সোঁদামাটিতে আমার শেষ ব্লক 
কিন্তু লিখতে পারছি না, পারার কথাও না
তবে মনে মনে বলছি-
সোঁদামাটি ভাল থেকো 
বেঁচে থাকো পৃথিবীর আয়ু নিয়ে
এগিয়ে যাও স্বচ্ছতার সাথে, সততার সাথে,
কেউ দেখছে না, বিধাতা দেখছে,
কেউ জানছে না, বিবেক জানছে।




কবি পরিচিতি


জন্মস্থানঃ গ্রাম-ডাংগাপাড়া, পোস্ট-পাঁচগড়া, থানা-পান্ডুয়া, জেলা-হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত।

বর্তমান বাসস্থানঃ ফুলবাড়ী, দিনাজপুর, বাংলাদেশ।

পেশাঃ চাকুরী (সহকারী অধ্যাপক) ও সাংবাদিকতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন