পৃষ্ঠাসমূহ

একুশের মা

দীননাথ মণ্ডল


প্রাণ জুড়ানো মধুর কথা
    দিল আমার ঠোঁটে
গুছিয়ে রাখা স্নেহের পরশ
    মায়ের আঁচল পুটে।

কণ্ঠভরা মুখের সুধা
    শব্দ তালের বোলে
চক পেনসিল নাড়িয়ে শিখি
    বসে মায়ের কোলে।

বুলিয়ে মাথায় আলতো পরশ
    কণ্ঠ কোকিল সুরে
নীলপরীদের তেপান্তরে
    গল্প আকাশ দূরে।

রক্তচক্ষুর বিদ্ধ পেরেক
    থোরাই করে কেয়ার
 বিশ্বমাঝে খুলল ওরা
    বাংলা ভাষার দ্বার।

প্রাণে ধরে তাই রেখেছি
    মায়ের দেওয়া দান
রক্তে গাঁথা স্মরণ স্মৃতির
    একুশের সন্তান। 




কবি পরিচিতি


জন্মস্থানঃ মির্জাপুর, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশাঃ শিক্ষকতা ।

সম্পাদকঃ 'সোঁদামাটি সাহিত্য পত্রিকা' ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন