পৃষ্ঠাসমূহ

একগুচ্ছ কবিতা

নূর নিহাল


১.          দুঃখবাদ 

এই তো সেদিন দুপুরের শরীরে খুঁজেছিলে ভোরের গন্ধ 
ঘাসের মগডালে খুঁজেছিলে শিশিরস্নাত ঝুলন্ত হাসি,
বিকেলের গালে হেসে ওঠা এক চিমটি দুপুরের মায়াবী সুখবনে
বেশ তো ভুলে গিয়েছিলে - শিশিরে সেলাই ঘাসের নরম দু:খ ।

২.         জলের বাঁশি

যেই পথ পড়ে আছে পথের ধারে
চলে গেছে জলের শরীর কেঁটে - রূপালী সময়, 
পৃথিবীর মায়াবন ছেড়ে দূর বহুদূর ...
যেখানে জলের কলতানে জেগে ওঠে মানুষের জনম ।

৩.          বোধ

রাতের কোলেপিঠে মানুষ হয়েছি বলে
ভেবো না, অন্ধকারে খোঁয়া গেছে মনুষ্যত্ব ।

৪.           সুখ

সুখের প্রতিবিম্বে আজ আমি পড়ন্ত বিকেল ।





কবি পরিচিতি


জন্মস্থানঃ সিলেট জেলার মইয়ার চর গ্রামে ।

পেশাঃ শিল্প সাহিত্যের ছোট কাগজ স্বপ্নস্রোত এর সহ-সম্পাদক ও স্বসাস এর সাধারণ সম্পাদক ।

লেখালেখিঃ নামহীন ভূমি ( ২০১২) শিরোনামে গল্পগ্রন্থ প্রকাশিত হলেও মূলত কবিতার চাষ দিয়েই যাত্রা শুরু করেন ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন