শেখ সাবীর আলী
কবে কিভাবে ঘানিটা ঘাড়ে উঠেছে
মনে পড়ে না
সামলেছি অনেক বড় বড়
ঝাঁকুনী
সময়ের স্রোতে
ভেসে যাওয়ার মত হয়ে যাই
আঁকড়ে ধরি
ধরণীটাকে
জায়গা পাই
তবে অনেক কষ্টে
অসম্ভব কষ্টটা ক্রমেই স্বাভাবিক
হয়ে আসে
কৈশরের আনন্দঘন ক্ষণগুলো যেন
মনে পড়ে
চরম সুখের হাতছানি সময়ে
ভূমিকম্পে এলোমেলো হয়
সব
ঘানি আরও ভারী হযে উঠে
আর সামলাতে পারি না
দম বন্ধ হয়ে আসে
বুক ভরে একটু শ্বাস নিতে
চাই
চাই একটু নিষ্কৃতি
কবি পরিচিতি
জন্মস্থানঃ গ্রাম-ডাংগাপাড়া, পোস্ট-পাঁচগড়া, থানা-পান্ডুয়া, জেলা-হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত।
বর্তমান বাসস্থানঃ ফুলবাড়ী, দিনাজপুর, বাংলাদেশ।
পেশাঃ চাকুরী (সহকারী অধ্যাপক) ও সাংবাদিকতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন