উৎপল মুখোপাধ্যায়
চোখ
ফেরাও। তোমার আগুন গুলো রেখে যাও হে অর্ধমৃত
রক্তের উৎসবে নিমজ্জমান আগ্নেয়গিরি জ্বলে ওঠো
এ পর্যন্ত
যত অহংকার ফেটে পড়েছে বিবদমান বৈশাখে
তার
অগ্নিকনাগুলো কুড়িয়ে রেখেছি আমরা।
তবু
আমাদের অনভ্যাসের বরফে, অ-প্রতিবাদের পালকে
তোমার
চেতনার বারুদগুঁড়ো একটু মাখিয়ে নেব। তারপর
এই দাহহীন,
অন্বেষণহীন, চেতনাহীন পাখিজন্ম ভুলে
শেষ
আঁচড় দেব অশালীন শোষনের ব্রহ্মাণ্ডতে --
টুকরো
হয়ে যাব। টুকরোগুলো ছড়িয়ে পড়বে
অলপ্পেয়েদের
সুখী সংসারের আবর্জনায়। ক্রমশ
সেই
টুকরোগুলো গাছ হয়ে ঢেকে দেবে ওদের
ভারসাম্যের
খু্ঁটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন