পৃষ্ঠাসমূহ




'সোঁদামাটি'কে আমার আন্তরিক অভিনন্দন ।

শুভেচ্ছাসহ
সুবোধ সরকার
বইমেলা, বহরমপুর
2015


'সোঁদামাটি'ই সবুজ ফলুক মানুষের জন্য।

শুভেচ্ছাসহ
রাজকুমার শেখ 
কথাকার


'সোঁদামাটি'তে ফলুক সোনা 
রইল অনেক শুভ কামনা।

শুভেচ্ছাসহ
কবিরুল ইসলাম কঙ্ক
কবি


অনেক দেরীতে হলেও 'সোঁদামাটি' সাহিত্য পত্রিকা তার পথ চলা শুরু করেছে। সমস্যা জর্জরিত সমাজে সংকীর্ণ স্বার্থ ভুলে দেশ ও সমাজের সেবায় এই পত্রিকা নিয়োজিত হলে এর জন্ম সার্থক হবে।
এই পত্রিকা সমহীমায় প্রতিষ্ঠিত হোক- কামনা করি। সেই সঙ্গে এই পত্রিকার সঙ্গে যাঁরা যুক্ত, যাদের সুস্থ্য চিন্তায় ও আন্তরিক প্রচেষ্টায় এর শুভ আবির্ভাব ঘটেছে তাঁদের এই শুভ উদ্যোগকে স্বাগত জানাই।

মোহাঃ নুরুল ইসলাম মিয়া
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের 'শিক্ষারত্ন' পুরস্কার প্রাপ্ত 
সুপারিনটেন্ডেন্ট, বেলডাঙ্গা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসা 
বেলডাঙ্গা , মুর্শিদাবাদ।

Nurulmia




চলমান সমাজের বিবর্ণ সন্ধিক্ষণে এক উৎসারিত প্রয়াস 'সোঁদামাটি' প্রকাশের কল্পনা। ছন্নছাড়া ও স্বার্থবহ দোলাচলের মাঝে সাহিত্য ও সংস্কৃত দীপ্ত পত্রিকা 'সোঁদামাটি' এক দীপ্তমান আলোকবর্তিকার পথ দেখাবে এবং তার সুবাস প্রবাহে আপামর পারিপার্শ্বিক চিরন্তন উৎসাহ সজীবতা অনুভব করবে,-এই আশা। প্রথম প্রকাশের জ্যোতির্ময়ক্ষণে নিসন্দেহাতীত ভাবে দীর্ঘ পথ চলায় 'সোঁদামাটি'র সাফল্য কামনা করি।

অসীম কুমার মণ্ডল
বিভাগীয় প্রধান ইতিহাস- লালগোলা কলেজ,
লালগোলা, মুর্শিদাবাদ

asimbabu




সময় এগিয়ে চলে আপন ছন্দে। মানব জীবন সুর হয়ে ছন্দকে মান্যতা দেয়। এই গতি পথে সুর সময়ে সময়ে ছন্দ থেকে দূরে যাবার চেষ্টা করে বাধাগ্রস্থ হয় প্রকাশে। আর তখনই সৃষ্টি হয় 'নতুন সুর'। 'সোঁদামাটি' মাটি-জীবনের কাছাকাছি থেকে নতুন সুর গেয়ে উঠবে- এই আশা-ই রাখছি।

বিশ্বনাথ বিশ্বাস 
প্রাক্তন শিক্ষক ,নওদাচক্র,
মুর্শিদাবাদ






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন