II অমিত সিনহা II
ছাপ ফেলে যেও না বালিতে
ওটা যে আমারই নোনাচর।
মুহূর্তেই ঢেউ যাবে
মুছে নিতে
ঢেউ গুলো আমারই ভেতর।
যে হাসি রেখে গেলে
তীরে
জল স্থল সীমানা বরাবর।
ঝাউয়ে ঝাউয়ে জমেছে
উল্লাস
সে তোমারই হাসির
খবর।
তুমি চলে যাবে কারো
হাত ধরে
অথবা নিয়ে যাবে তোমাকে
কেউ।
ঝাউগুলো শোনাবে হাসি
দিন, প্রতিদিন
চেনা ছাপে আলপনা
দেবে আমারই ঢেউ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন