II দেবাশীষ মন্ডল II
বড় অসময় ছিল সব
স্তব্ধতা
দীর্ঘশ্বাস
অন্ধকার। নাহ্....
সামাজিক কিংবা অসামাজিক
কোনোটাই আমার করায়ত্ত ছিলো না,
মানুষ এবং মানবিকতায় ছিল
অনিবার্য কিছু প্রশ্ন,
গালে হাত দিয়ে তাই বরাবর
মৃত্যুকে উপভোগ করতে চেয়েছি।
(বেদুইন হাওয়ায় রুপান্তর)
চড়া রোদ ম্লান হয়ে আসে সানগ্লাসে,
উত্তাপ চুঁইয়ে পড়ে
টোল খাওয়া গালে,
প্রতিটি অক্ষর স্পর্শ করে থাকে
মাখো মাখো প্রেম
বেঁচে থাক,
আমার দিনান্তের মেঘ
একপশলা বৃষ্টি.....
চড়া রোদ ম্লান হয়ে আসে সানগ্লাসে,
উত্তাপ চুঁইয়ে পড়ে
টোল খাওয়া গালে,
প্রতিটি অক্ষর স্পর্শ করে থাকে
মাখো মাখো প্রেম
বেঁচে থাক,
আমার দিনান্তের মেঘ
একপশলা বৃষ্টি.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন