আমার মন বাঁশি বাজুক এই কাঙাল দেশে

   II রাজকুমার শেখ II
 

ওরাই আমার কেড়ে নিয়েছিল ভোরের আজান ধ্বনি
মিনারের মাথা ভেঙে দিয়েছিল
তবু দেশ ছাড়তে পারিনি
কেননা এই মাটির বুকে জন্ম দিয়েছিল আমার মা
আমি এখানেই থাকতে চাই
যেহেতু আমার বাড়ি থেকে মন্দির দেখা যায়
মসজিদ-গীর্জা দেখা যায়
এমন কি কখনও কখনও বুকের বাঁশি খুলে
দিয়ে বলি, কৃষ্ণ, বাঁশি বাজাও
এ দেশ বড়ই কাঙাল হয়ে গেছে
একটু ভালোবাসবার




কবি পরিচিতি


জন্মস্থানঃ বহরমপুর, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

বর্তমান বাসস্থানঃ বেলডাঙ্গা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশাঃ ব্যবসা ।

প্রকাশিত গল্পগ্রন্থঃ 'রক্তপলাশ' ।

বিশেষ পুরস্কারঃ 'সাহিত্য সন্মান পুরস্কার' (২০১৩) Calcutta United Caltural Society পক্ষ থেকে। 'নজরুল স্মৃতি পুরস্কার' (২০১৩) 'বুলবুল সাহিত্য পত্রিকা' থেকে। 'এখন প্রতিচ্ছবি সন্মান' (২০১৪)।



শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন