সাবির চাঁদ
মহালয়ার তর্পণ শেষে;
পিতৃপক্ষের অবসানে, দেবীপক্ষের সূচনা ..
তবু, আকাশতো ঘন নীল নয়- গাঢ় শোণিত রাঙা;
পেঁজাতুলো শ্বেতশুভ্র চঞ্চলা মেঘবালারা- ফেনিলপুঞ্জ;
ভোরের শিশিরসিক্ত শিউলিরা- রক্তজবায় পরিণত;
বাতাসে আগমনির সুর মূর্ছনা- চাপা ক্রন্দনের গোঙানিতে স্তব্ধ;
ধূপের সুমিষ্ট সুবাস- বারুদের তীব্র কটূ গন্ধে বিষাক্ত;
পিতৃপক্ষের অবসানে, দেবীপক্ষের সূচনা ..
তবু, আকাশতো ঘন নীল নয়- গাঢ় শোণিত রাঙা;
পেঁজাতুলো শ্বেতশুভ্র চঞ্চলা মেঘবালারা- ফেনিলপুঞ্জ;
ভোরের শিশিরসিক্ত শিউলিরা- রক্তজবায় পরিণত;
বাতাসে আগমনির সুর মূর্ছনা- চাপা ক্রন্দনের গোঙানিতে স্তব্ধ;
ধূপের সুমিষ্ট সুবাস- বারুদের তীব্র কটূ গন্ধে বিষাক্ত;
মাতৃরূপ আজ শান্ত-সৌম্য-পটলচেরা আয়ত নয়না নয়...
সন্ত্রাসের হিংস্র নখদন্তের- ঘৃণ্য আক্রমণে দীর্ণ ধরিত্রীকে রক্ষায়,
জাগ্রত মহাকাল তাই- কালভৈরবী রূপে বসুধা দ্বারে।
সন্ত্রাসের হিংস্র নখদন্তের- ঘৃণ্য আক্রমণে দীর্ণ ধরিত্রীকে রক্ষায়,
জাগ্রত মহাকাল তাই- কালভৈরবী রূপে বসুধা দ্বারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন