মোঃ আল-আমিন সরদার
মরুর তপ্ত রোদে
শুষ্ক গুল্ম সদৃশ
ছন্নছারা আধো জটবাঁধা
এক অশীতিপর বৃদ্ধ
পথের ধারে।
ফ্যালফ্যাল দৃষ্টি
জীবনের মানে খুঁজে বেড়ানো
অথবা কারো পথ পানে উদাসী।
ধুলো মলিন শ্মশ্রুমন্ডিত মুখখানা
শুধু চোয়াল গোচরীভূত।
ঘোর কৃষ্ণবর্ণের দীর্ঘাকায়
হাড্ডিসার গতরে মাছির ভনভনানি।
নেংটি সদৃশ টুকরো বস্ত্র দিয়ে
শুধু লজ্জা নিবারণের চেষ্টা।
দৃষ্টি এড়ায়নি পথিকের
কিন্তু থমকে দাড়ায়নি।
মানবতা মানবতা
শুধুই কি কবির কবিতায় ?
লেখকের লেখনিতে ?
নাকি বাগ্মীর বক্তৃতায় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন