II যোগেন্দ্র নাথ বিশ্বাস II
এখনও খুঁজে চলেছি-
নিদ্রাহীন নিঃশব্দ নিশিথে
গাঢ় অন্ধকারে একাকী
দীর্ঘশ্বাসের প্রহরে !
শত ব্যস্ততার ফাঁকে ফাঁকে
অনুভব করি অজ্ঞাত সত্ত্বা
নামহীন তোমাকে।
পদধ্বনি শুনি কখনও
জানি, তুমি আসবে না তবুও
শুধুই প্রতিক্ষার নিশিপালন।
শত করতালি আর শত প্রশংসা
তবুও বড্ড একা মনে হয়।
তবুও প্রহর গোনা-
হয়তো আসবে কোনও দিন
তুমি বলবে কিছু কথা,
সে কথা শুধু দুজনার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন