পৃষ্ঠাসমূহ

ঝোড়ো হাওয়া

II মৌমি ঘোষ  II




সব কিছু তছনছ করা এক অন্ধকার রাত
সাথে আছে এক পশলা বৃষ্টি।
খোলা আছে জানলা।
আসে নতুন আহ্বান নিয়ে পৃথিবীর বুকে
জলের ফোঁটা।
ঝেড়ে ফেলে সব মলিনতা।
বাতাসের সাথে ভেসে আসে,
মাটির নরম গন্ধ।
চারিদিক ধূলোয় পরিপূর্ণ
গাছগুলো উন্মাদিত হয়েছে
কালো মেঘ গুলো শিহরণ জাগানো
গর্জন করছে।
হঠাৎ। শূন্যতা।
সমস্ত কোলাহল বন্ধ। নিস্তব্ধতা।
'বৃষ্টি'র মাঝে অশান্ত এক ঝোড়ো হাওয়া।



কবি পরিচিতি


জন্মস্থান: রানীগঞ্জ, বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশা: ছাত্রী।


1 টি মন্তব্য: