II সালমা সুলতানা II
এখনও ফোনের রিংটোন বাজে
স্ক্রীনে ভেসে ওঠে নতুন নম্বর, অপরিচিত
পুরাতন কোনো মুখচ্ছবি
ভেসে ওঠে মনে অচেতন।
পেশাদারি ফোন।
স্ক্রীনে ভেসে ওঠে নতুন নম্বর, অপরিচিত
পুরাতন কোনো মুখচ্ছবি
ভেসে ওঠে মনে অচেতন।
পেশাদারি ফোন।
নিরবতার হিমশৈলের আঘাতে
স্মৃতির ঘুমে ডুবে যাই নিথর।
স্মৃতির ঘুমে ডুবে যাই নিথর।
আমি জানি সে নয়,
আমি নিশ্চিত জানি কিছু;
সবজানা সুখকর নয় জেনেও !
জানি থেমে যাবে পা দুখানি
চলশক্তি হীন পঙ্গুত্ব অধিকার করবে আমায় !
পা, কোনো জ্ঞান চায়নি তবু,
ভালো কিছু সাদা কিছু সংক্ষিপ্ত জীবন
অধিকারের লড়াই প্রতিষ্ঠা করে।
আমি নিশ্চিত জানি কিছু;
সবজানা সুখকর নয় জেনেও !
জানি থেমে যাবে পা দুখানি
চলশক্তি হীন পঙ্গুত্ব অধিকার করবে আমায় !
পা, কোনো জ্ঞান চায়নি তবু,
ভালো কিছু সাদা কিছু সংক্ষিপ্ত জীবন
অধিকারের লড়াই প্রতিষ্ঠা করে।
সিন্ধুর তীর বেয়ে
ভল্গার জঞ্জাল বয়ে যায়।
সেথা হতে কন্যাকুমারী
কোথাও কৌমার্য রক্ষিত হয়নি মানবতার।
অথচ -
আমি নিথর সমুদ্রে ডুবে থাকা টাইটানিকের মত
স্মৃতির ভৌতিক খেলায় ব্যস্ত দারুন।
কিছু তার ইতিহাস
থেকে গেছে চোখের পাতায় !
আর কিছু,
আর কিছু নয়।
ভল্গার জঞ্জাল বয়ে যায়।
সেথা হতে কন্যাকুমারী
কোথাও কৌমার্য রক্ষিত হয়নি মানবতার।
অথচ -
আমি নিথর সমুদ্রে ডুবে থাকা টাইটানিকের মত
স্মৃতির ভৌতিক খেলায় ব্যস্ত দারুন।
কিছু তার ইতিহাস
থেকে গেছে চোখের পাতায় !
আর কিছু,
আর কিছু নয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন