পৃষ্ঠাসমূহ

খুচরো

II যোগেন্দ্র নাথ বিশ্বাস II

খুচরো নাই, খুচরো নাই
কারোর কাছেই, খুচরো নাই।
পাঁচশো হাজারে ছেয়ে গেলো,
একশো নোটের আকাল ভাই।

একশো ধার চাইলে বলে
পাঁচশো নোট নিয়ে যান,
সময় হলেই দিয়ে দেবেন
যা খুশি তাই কিনে খান।

চায়ের দোকানে গিয়ে যখন
চা খাওয়াটা হলো শেষ,
কখন পকেট ফাঁকা হলো
খুচরোগুলোই নিরুদ্দেশ ?




কবি পরিচিতি


জন্মস্থান: জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশা: শিক্ষকতা ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন