যোগেন্দ্রনাথ
বিশ্বাস
তালগাছেতে আম হবে ভাই
নিমগাছেতেই
তাল,
চারিদিকেই চামড়া
বদল
গাছ বদলায় ছাল।
গাধার গলায়
গান শুনি ভাই
বাঘ ধরেছেন
সুর,
কতই রকম চলছে
নিয়ম
আরও, দেখবো কতদূর
!
শিয়াল ভায়ার
গজায় ডানা
হাতির মাথায়
শিং,
ছাড়পোকাদল মারছে
মজা
নাচছে তা ধিন্
ধিন্।
ভাবছি বসে চলবে
ক'দিন
এমন সুখের ঘর ?
মুণ্ডুগুলো
একই আছে
বদলে গেল ধর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন