পৃষ্ঠাসমূহ

একবিংশ শতকের আদিম মানব

মোঃ আল-আমিন সরদার
 

মরুর তপ্ত রোদে
শুষ্ক গুল্ম সদৃশ
ছন্নছারা আধো জটবাঁধা
এক অশীতিপর বৃদ্ধ
পথের ধারে।
ফ্যালফ্যাল দৃষ্টি
জীবনের মানে খুঁজে বেড়ানো
অথবা কারো পথ পানে উদাসী।
ধুলো মলিন শ্মশ্রুমন্ডিত মুখখানা
শুধু চোয়াল গোচরীভূত।
ঘোর কৃষ্ণবর্ণের দীর্ঘাকায়
হাড্ডিসার গতরে মাছির ভনভনানি।
নেংটি সদৃশ টুকরো বস্ত্র দিয়ে
শুধু লজ্জা নিবারণের চেষ্টা।
দৃষ্টি এড়ায়নি পথিকের
কিন্তু থমকে দাড়ায়নি।
মানবতা মানবতা
শুধুই কি কবির কবিতায় ?
লেখকের লেখনিতে ?
নাকি বাগ্মীর বক্তৃতায় ?



কবি পরিচিতি


মোঃ আল-আমিন সরদার ১৯৭৯ সালের ১০ই আগষ্ট বাংলাদেশের বরিশাল জেলার চন্দ্রপাড়া গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দর্শন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী এই কবি পেশাগত জীবনে একজন শিক্ষক। শিক্ষা গবেষক হিসেবে ইতঃমধ্যে একটি গবেষণা কর্ম সম্পাদন করেছেন। পেশাগত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের জন্য তিনি ২০১৫ সালে ইংল্যান্ড ও তুরস্ক ভ্রমন করেন। এছাড়া তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছেন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন