পৃষ্ঠাসমূহ

চৈতালী চাঁদনী রাতে


 হরেকৃষ্ণ দে



কে তুমি ছড়ালে আলো আমার
চলমান সীমান্তে।
এ আলো হৃদয়ের সূচীছিদ্র থেকে
আছড়ে পড়লো মনের কৃষ্ণমণ্ডলে।

তুমি এক আালোকবর্ষ দূরে উদ্বায়ী কর্পূরের
হয়ে এলে আমার রক্ত ও অশ্রুতে,
এলে চৈতালী চাঁদনী রাতের অলৌকিক
এক ভালোবাসার রজনীগন্ধা হয়ে।

আমার ব্যাথার নীলাভ বুকে
রামধনু আল্পনা হয়ে থেকো ক্ষণকাল।
ঝরে পড়ুক তারায় ভরা চৈতালী চাঁদনী রাতের
অনাস্বাদিত এক প্রাপ্তি।




কবি পরিচিতি


জন্মস্থানঃ পিড়রাবনী, জেলা- বাঁকুড়া, পশ্চিমবঙ্গ, ভারত।

পেশাঃ শিক্ষকতা



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন