অনুপম চাকী
সবার মতো গায়ে কাদা মাখলে
‘ভালো’ হোতাম
সবার মতো চোখের কোনে ঠুলি লাগালে
‘ভালো’ হোতাম
সবার মতো ভালো হতে তো পারলাম না
নিজের মতো খারাপই না হয় রয়ে গেলাম
রঙিন কাগজের ক্ষমতা……
বুঝলাম না
চাঁদ তারার কবিতাও……
হায় বুঝলাম না
সকাল বিকেল এক করে
ভুরি ভুরি বই পড়ে
মুখ খুললেই বিষ ছড়ানোর
ক্ষমতা থাকলে ‘ভালো’ হোতাম
ভালোর সংজ্ঞা কী
আবার খারাপ মানে কী
বাকি সবাই এসব বুঝুক
আমার এতে কী
এবার আমায় মুক্তি দাও
সব রক্ত নিংড়ে নাও
আমার দৃষ্টি এখন ঝাপসা
শরীর হয়েছে দুর্বল
এই দেখো আমি হার মেনেছি
এবার আমায় মুক্তি দাও
তোমার দেখা পেলাম না
আর তারাও সঙ্গে নিলে না
আমার মনের প্রশ্ন মনেই থাকুক
এখন বুঝেছি - আমি শরীরে মানুষ
আর মনেতে রাক্ষস হলে ‘ভালো’ হোতাম।
কবি পরিচিতি
জন্মস্থানঃ সোনামুখী শহর, বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গ।
বর্তমান বাসস্থানঃ দিল্লি, ভারতবর্ষ।
পেশাঃ ভারতীয় বায়ুসেনাতে কর্মরত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন