তুমিই বলে দিও

শেখ সাবীর আলী


তোমাদের মেঠো পথটা পাকা হয়েছে
সারি সারি গাছ আকাশ ছুঁতে চাইছে
রাস্তার দু’ধারের তাল গাছগুলো আর নেই
নেই ঝোপ-ঝাড়গুলো
নিঝুম শান্ত পথটা এখন
কোলাহলময় আধুনিক রাস্তায় পরিণত হয়েছে।
রাস্তার পাশের নবনির্মিত বাড়ীগুলো
এলাকাটাকে শহরে পরিণত করেছে
তোমাদের গ্রামটাও এখন শহর
ফাস্টফুড-কসমেটিকস্-ওষুধ
সবই এখন পাওয়া যাচ্ছে
তোমাদের গ্রামের অলিতে-গলিতে।
অনেক দিন পর গেলাম তোমাদের বাড়ীতে
কিছুটা খেয়ালের বশেই
চা চক্রে তোমার ছোট ভায়ের বউ
দুষ্টুমির হাসি দিয়ে ফিস্‌ফিসিয়ে বললো 
এখনও মনে রেখেছেন?
তুমিই বলে দিও
মনে রেখেছি কিনা?




কবি পরিচিতি


জন্মস্থানঃ গ্রাম-ডাংগাপাড়া, পোস্ট-পাঁচগড়া, থানা-পান্ডুয়া, জেলা-হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত।

বর্তমান বাসস্থানঃ ফুলবাড়ী, দিনাজপুর, বাংলাদেশ।

পেশাঃ চাকুরী (সহকারী অধ্যাপক) ও সাংবাদিকতা।



শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন