দ্বিতীয়বর্ষ : শারদ সংখ্যা

সম্পাদকীয়



    কালের চক্রে রুদ্ধদ্বার উন্মুক্ত করে প্রবেশ করেছি ই-বিশ্বে। জগৎ জুড়ে তৈরি হয়েছে ভাব বিনিময়ের এক অপরূপ ক্ষেত্র। তা সত্ত্বেও সংকীর্ণ রাজনীতিতে জাতপাত বিভেদ ও সন্ত্রাসে শান্তির নীড় আজ আতঙ্কগ্রস্ত। নিরক্ষতা, বেকারত্ব, দারিদ্র- দূরীকরণের মতো মৌলিক চাহিদাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উগ্র সাম্প্রদায়িকতার চোরাস্রোত অখন্ড সত্ত্বাকে বিভাজনে উৎগ্রীব। শ্যামল ধরিত্রীর বুকে ‘নাগিনীরা ফেলিতেছে’ ‘নিঃশ্বাসে বারুদের গন্ধ’। এই হতাশার মাঝেই প্রকৃতি তার উন্মত্ত বাদলার কর্দমাক্ত ক্ষেত্র ছেড়ে মেলে দিয়েছে নীল আকাশে সাদা মেঘের ডানা, সোনালী আলোয় মুক্তোর হাসি ঘাসের উপর। এ ভরসা নিয়েই নবদিগন্তের আশায় ‘সোঁদামাটি’ তার গন্ধ পৌঁছে দিতে চায় আবিশ্ব বাঙালীর হৃদয়ে– আন্তর্জালিক সংস্করণের পাশাপাশি মুদ্রণ সংখ্যার মাধ্যমে।
    সুস্থ মানবিক সংস্কৃতির লক্ষ্যে যারা মূল্যবান লেখা দিয়ে পত্রিকাকে ধন্য করেছেন এবং পত্রিকা প্রকাশে যাদের অকৃপণ সহযোগিতা পেয়েছি- সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 

আশ্বিন, ১৪২২
 বিনীত         
  সম্পাদক       
দীননাথ মণ্ডল  
    
    


   

শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন