কৌশিক বড়াল
প্রেরণার মাস্তুল হাতে ফ্লোরেন্স নাইটিঙ্গেল
স্মৃতির পালে বেলাগাম হাওয়া, রঙ আর
রঙের ছয়লাপ
#
কৃষ্ণচূড়ার তলায় মৌনী কিছুক্ষণ
কালভার্টের পাশে অনন্তকাল নিশ্চুপ, অচিন আকাশে
ফুটে ওঠা লুদ্ধক- কালপুরুষ
ঠায় জেগে থাকে তারার চোখের পাতা
#
মেঘ রোদ্দুর সাক্ষী রেখে হৃদয় দান
সাতজন্মের কুয়াশা পেরিয়ে খুঁজে ফিরি
দিল্লী-কা-লাড্ডু প্রেম, সোহাগী সিঁদুর মেখে
মন রাঙায় প্রেমিকার মন
#
না-মানুষী ভাষায় কথোপকথন
নিজের সংলাপে যুক্ত হয় গাঢ় উচ্চারণ, ভীরু বসুন্ধরা
চোরা কুঠুরি হাতড়ায়
#
শেষ রাতে ঘুমের রেশ কাটে বৃষ্টির বিলাপে
চুল গুছিয়ে ফুটে ওঠে খোঁপা, অনন্ত আকাঙ্ক্ষায়
পথিক-মন হেঁটে চলে।
কবি পরিচিতি
জন্মস্থানঃ সাটুই, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ।
পেশাঃ চাকুরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন