পৃষ্ঠাসমূহ

রবির আলো

দীননাথ মণ্ডল


বৈশাখের এই কৃষ্ণচূড়ার
        নীল আকাশের মাঝে
বিশ্ব কবির সুরের কণ্ঠ
          হৃদয় তীরে বাজে। 

মোদের প্রাণের শব্দ গাঁথা
         অনাথের এই ভাষা
ছন্দ সুরে বেজে দেখায়
          বিশ্ব পথের দিশা। 

শ্যাম বনানী রাঙা মাঠে
            সংস্কৃতির প্রাণ
বিভেদ মাঝে অভেদ বন্ধন
        মানব ঐক্যের তান।

ঘেরা টোপের বদ্ধ জ্ঞানে 
            দগ্ধ করে মন
মুক্ত হাওয়ার ছাতিমতলা
          জুড়ায় কত জন।

সহজ পাঠের ছন্দ তালে
         জাগলো মনে আশা
ভাবের ঘরে কাব্যকলা 
        মেটায় মোদের তৃষা।

মোর দুয়ারে আঁচলপাতা ; 
           গন্ধ মাটির ফুল
হৃদয় ভরে শুঁকে নিতে
       করবো না কেউ ভুল। 



কবি পরিচিতি


জন্মস্থানঃ মির্জাপুর, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশাঃ শিক্ষকতা ।

সম্পাদকঃ 'সোঁদামাটি সাহিত্য পত্রিকা' ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন