রবি ঠাকুর

কবিরুল ইসলাম কঙ্ক


প্রাণের ঠাকুর রবি ঠাকুর 
          সবার প্রাণের ছবি, 
বিশ্ব জোড়া ঠাকুর তিনি
         সবার প্রাণের কবি।

দেশ বিদেশে ছড়িয়ে আছে
          এই রবির আলো, 
সব জাতিই এই ঠাকুরকে
         বাসেন বড় ভালো।

সবার হৃদয় দখল করে 
         রবির স্নিগ্ধ ছোঁয়া, 
সেই পরশে মাতাল সবাই
        সবার পাগল হওয়া।

যেখানেই যাও না কেন 
          সবাই বলে চিনি,  
আমার ঠাকুর তোমার ঠাকুর
          রবি ঠাকুর তিনি। 



কবি পরিচিতি


জন্মস্থানঃ দেবকুন্ডু, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশাঃ শিক্ষকতা ।

সম্পাদকঃ 'প্রতিচ্ছবি' সাহিত্য পত্রিকা।

প্রকাশিত বইঃ যদি আগুন জ্বালাই (২০০৪), স্পর্ধিত উচ্চারণ (২০০৫), সূর্য ছুঁলে (২০০৬), সে (২০০৬), বাংলা শায়েরী (২০০৭), একা আছি নির্বাসনে (২০০৯), অন্য পড়া বিজ্ঞানের ছড়া (২০০৯), সন্দেহজনক কথাবার্তা (২০১০), কলেজ জীবনের নোটস (২০১৩), কবিতার অ্যালবামে পাঁচ (সংকলন), এক আকাশ ছড়া (সম্পাদিত)।

পুরস্কার/সম্মাননাঃ 'সাহিত্য স্বর্ণরত্ন' (ওয়ার্ল্ড ফোরাম অফ জার্নালিস্ট এন্ড রাইটার্স), 'আব্দুল করিম স্মৃতি পুরস্কার' (ইদানীং সাহিত্য পত্রিকা), 'কবি সম্মাননা' (কলকাতা ইউনাইটেড কালচারাল সোসাইটি) ।



শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন