পৃষ্ঠাসমূহ

মগ্ন চড়া

মনিরুদ্দিন খান


নিমগ্ন নদীর স্রোত
আরো মগ্ন চড়াখানি তার
ঢেউয়ে ঢেউয়ে আশাবরী
     দেহতরী টলমল করে

বুকের ভিতরে পাতা
মেদুর শীতলপাটিখানি
যদি এসে বসো আনমনে
    অন্ধকারে

আমি ওই খেজুরের গাছের মতন
আপনাকে নিংড়িয়ে
      একবুক ভালবাসা দিয়ে যেতে পারি ।। 



কবি পরিচিতি


জন্মস্থানঃ ভাকুড়ি, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশাঃ শিক্ষকতা ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন