সেলিম জাহাঙ্গির
বাদীপক্ষের ফারসি আকরগ্রন্থগুলি
বলছে : চোপ, আদালত চলছে ! মীরণ
তাই চুপ, সাক্ষী নেই, উকিল নেই
আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই...
সিরাজ হত্যায় অভিযুক্ত ঘসেটি
বেগম ও অমেনা বেগমকে ঢাকার
অদূরে বুড়িগঙ্গায় ডুবিয়ে মারার
দায় তার, বিদেশি গ্রন্থগুলি বলছে :
চোপ, আদালত চলছে! অথচ বেরিয়ে
পড়ছে বেড়াল : কবে ও কাদের
দিয়ে ইতিহাস গড়বে স্থপতি নির্দিষ্ট...
উদোম হয়ে পড়ছে সত্যের আকরিক
বাজেয়াপ্ত গ্রন্থ উসকে দিচ্ছে সংশয়...
তবুও তার নামে হত্যার উইল : চোপ,
আদালত চলছে! তবুও কেন ক্লাইভ
তার প্রতি রুষ্ট হয়েও ক্ষমাশীল?
বজ্রাঘাতে মৃত মীরণের মাথায়
কেন ফুটো? কেনই বা রাজমহলে সমাধি...
কবি পরিচিতি
জন্মস্থানঃ মহলন্দি, কান্দি, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।
পেশাঃ শিক্ষকতা ।
প্রকাশিত বইঃ 'এ সমাজ দুচোখের বিষ', 'চমস্কি মেঘ মালা', 'নেক নজরের র্যামপে' (কাব্যগ্রন্থ)। 'এসো সহজ নতুন ছন্দে কবিতা লিখি' (ছন্দ পুস্তিকা) ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন