বেসুর

সেলিম জাহাঙ্গির


কাচকে হিরে ভেবে পাড়া-পড়শিকে অতিষ্ঠ
করে তুললে, নাকি হিরেকে কাচ ভাবিয়ে
নিজেদের তুষ্ট করলে - একান্ত নিজস্ব 
ব্যাপার, তবে এটুকু জোর দিয়ে বলতে
পারি আকাশের প্রশস্ত বাহারি নীল
মাঝে-মধ্যে মনে এঁকে যায় অজস্র
জানলা, তা নাহলে অবুঝ শত্রুর জন্যে 
মানুষ কাঁদে কেন?...

সতর্ক আঁধারকে 
পা-টিপে বাঁচিয়ে রেখে নিজের জগৎটা 
মুঠোয় রাখতে জগৎশেঠদের মতো
উজ্জ্বল হওয়া মামুলি ব্যাপার নয়, 
জানেননি ভূমিকম্পের চোখরাঙানির 
হিসেবও মামুলি নয়, তবু বেসুর
কোনোকালই সুরকে দুঃখ দিতে ভুলে না... 





কবি পরিচিতি


জন্মস্থানঃ মহলন্দি, কান্দি, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশাঃ শিক্ষকতা ।

প্রকাশিত বইঃ 'এ সমাজ দুচোখের বিষ', 'চমস্কি মেঘ মালা', 'নেক নজরের র‍্যামপে' (কাব্যগ্রন্থ)। 'এসো সহজ নতুন ছন্দে কবিতা লিখি' (ছন্দ পুস্তিকা) ।


শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন