পৃষ্ঠাসমূহ

দ্বিতীয়বর্ষ : দ্বিতীয় সংখ্যা

সম্পাদকীয়



আমরা খুশি। আপনাদের সহযোগিতায় 'সোঁদামাটি'র গন্ধ বাংলার দিগন্ত ছাড়িয়ে সাত সমুদ্র পেরিয়ে গেছে। আপনাদের বৈশাখী অভিনন্দন। চৈত্রের চিতাভস্ম উড়িয়ে কালবৈশাখী আসে। তপ্ত তৃষ্ণার্ত ধরণীর বুক জুড়িয়ে যায়। আর আসে কবিপক্ষ। যে কবি বাঙালির চির আশ্রয়। আমরা মেতে উঠি বৈশাখী উৎসবে। তবুও লক্ষ্য প্রত্যাশা আর প্রাপ্তির মাঝে থাকে লক্ষ যোজন ফাঁক। শিক্ষিত বেকার মন ফালা ফালা হয়। রুদ্ধ অসন্তোষ বুকের মধ্যে ভারি পাথর চাপিয়ে রাখে। দেশপ্রেম জাতীয়তাবাদের খন্ডিত চর্চার ফিস্‌ফিস্‌ গুন্‌গুন্‌ প্রচার, চোরাগোপ্তা সাম্প্রদায়িকতা আমাদের মনে আতঙ্কের বীজ বুনে দেয়। তবুও প্রত্যাশা জাগে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাঁশিটা আমাদের শান্তি এনে দেয়। তারপর 'পাখি সব করে রব রাতি পোহাইল'........।

২৫শে বৈশাখ, ১৪২২
বিনীত        
 সম্পাদক     
দীননাথ মণ্ডল
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন