অদ্ভুত !
একটা চঞ্চল শরীর হঠাৎ নিস্তব্ধ
কেন হয় তা কে জানে ?
স্তব্ধতার মাঝে শেষ
হয় জ্বলে পুড়ে,
তবে কি নিস্তব্ধতা অচিরেই
সব শেষ করে দেয়,
হৃদয়মাঝে কিন্তু চঞ্চলতাটুকু
থেকেই যায়।
নিশ্বাসের এ কেমন বিশ্বাসযোগ্যতা ?
কিছু মুহূর্তে কত সম্ভব
হয়ে যায় চিরকালীন অসম্ভব।
ঐতিহ্য মেনে বয়ে চলে
রক্ত
সেই যে নিশ্বাস, কখনও কি ফেরে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন