ছিন্ন নীড়

II মোঃ মিরাজুল হক 
II
 


আমি ব্যগ্র যারে নিয়ে,
সে আমারে মহাকাশ সম ঘৃণা করে।
তবে, মোর তারে আসন আছে হৃদর- মন্দিরে।
সখাগন বলে, মনে রেখেছিস কেন তারে
মোর ব্যর্থ, হতাশা, দুঃখ যত আসে,
আসে যত অশ্রুজল;
তারে তত আনন্দের উর্ধ্বে ভাসে।
এই কবিতা পড়ে,
বুঝবে আমি আছি কত দুঃখের ভেতরে,
তাতেই উঠবে আনন্দের উচ্চস্তরে।
এই কবিতা লিখলাম তাই
যদি তার মর্মে, একটু করুনা হয়।
আমি ব্যগ্র যারে নিয়ে,
সে আমারে মহাকাশ সম ঘৃণা করে।




কবি পরিচিতি


জন্মস্থান: হিজুলী,বেগুনবাড়ী,বেলডাঙ্গা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশা: ছাত্র । 



শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন