উল্টো পুরাণ

  যোগেন্দ্রনাথ বিশ্বাস


তালগাছেতে আম হবে ভাই
নিমগাছেতেই তাল,
চারিদিকেই চামড়া বদল
গাছ বদলায় ছাল

গাধার গলায় গান শুনি ভাই
বাঘ ধরেছেন সুর,
কতই রকম চলছে নিয়ম
আরও, দেখবো কতদূর !

শিয়াল ভায়ার গজায় ডানা
হাতির মাথায় শিং,
ছাড়পোকাদল মারছে মজা
নাচছে তা ধিন্ ধিন্

ভাবছি বসে চলবে ক'দিন
এমন সুখের ঘর ?
মুণ্ডুগুলো একই আছে
বদলে গেল ধর




কবি পরিচিতি


জন্মস্থানঃ জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশাঃ শিক্ষকতা ।



শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন