খুসবু
আহম্মেদ
সন্ধ্যাশেষে
নিশার গন্ধে তোমার ছায়া,
আঁধার মেঘে
বসে অপেক্ষায়
সভ্যতার
স্পন্দন বুকে বয়ে
গুণে
যাচ্ছি শেষ তারা।
গোপনে
আলোড়ন তুলছে তুফান,
ইচ্ছার
দাপট অন্তহীন;
তবু হৃদয়
খাচ্ছে হোঁচট,
পারি না
ফেটে পড়তে উচ্ছাসে,
আগের মতো
আবেগে ঝাঁপাতে।
এলোমেলো
ধুলোবালি উড়ছে বাতাসে
পুড়ে যায়
আমাদের প্রণয়
তবু তোমার
নির্বিকার উচ্চারণ।
ঠোঁট ছুয়ে
গেলো বিবর্ণ পাপড়ি
আঁচল ছুয়ে
শুধু স্পন্দন,
ফুরিয়ে
গেলে জীবনমধুর শিশিটা।
স্মৃতিরা
আজ বড়ই ক্ষীন
কাঙালের
বেশে যাচ্ছে দিন,
তবুও তোমার
মাঝে হই বিলীন,
নতুন করে
চিনবো অন্ধাকার
সর্বনাশ
রাত্রির পরের ভোর,
প্রকাশ্য
দর্পনে আমাদের প্রণয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন