তোমায় মনে পড়ে...

ধ্রুব সরকার


এমন যদি হত
তোমায় ফিরে পেতাম মাগো
তোমার কোলেই রাত্রি হত
বলতে এসে, জাগো।

ভুলিনি মাগো তোমার হাতে
খাইয়ে দেয়া ছোট্টবেলা।
চুপটি বসে আজও কাঁদি 
তোমার আদর মিষ্টি হাসি।

আজও অসুখ করে একলা ঘরে
মাথার কাছে বসবে এসে
জায়গা রাখি খালি
ইচ্ছেগুলো দুমড়ে কাঁদে
ভালবাসাহীন ছোট্ট ঘরে
তোমায় মনে পড়ে
মাগো তোমায় মনে পড়ে।

দু'চোখ মেলে আকাশ পানে
তাকিয়ে থাকি, দেখব বলে।
আশায় আজও পাইনি খুঁজে
ভাবি তুমি আসবে ফিরে
আমার মনের ইচ্ছে ঘরে
তোমায় মনে পড়ে
মাগো তোমায় মনে পড়ে।



কবি পরিচিতি


জন্মস্থানঃ বাংলাদেশ ।

বর্তমান বাসস্থানঃ ঢাকা, বাংলাদেশ ।

পেশাঃ ছাত্র ।



শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন