দীননাথ মণ্ডল
হাজার প্রতীক্ষার অবসানে
আজ আমি মুক্ত মেঘ
বনহংসীর জ্যোৎস্না মাখা স্বপ্ন এঁকেছিলাম
তোমাকে নিয়ে সুরভি
প্রথম আমাদের কোএড স্কুলে
অলিন্দে দাঁড়িয়ে চেয়ে থাকতাম
তোমার আশায়
একঝাঁক বকের সারিতে তুমি আসতে আগে
খই ফোটা হাসি
কানের মধুর ছোঁয়া দিত
বাড়িতে বাবার কাজ হারা
মায়ের থালা বাজানোর ঠনঠনি
মনে জন্ম নেওয়া খেদ নিয়ে
পাড়ি দিতাম স্কুলে
দূরের নূপুরের পদধ্বনি
আমার আধপেটাকে
ভরিয়ে তুলতো পূর্ণতায়
হাসুনাহানা গাছটি সযত্নে
লাগিয়ে রেখেছিলাম তোমার জন্যে
তোমার মেঘ ওঠা চুলে ফুলশয্যার রাতে
গুজে দেব বলে
তারপর তুমি যখন কলেজে এলে
একঝাঁক পঙ্গপাল জুটল
জীবনের চরম স্বাদ পাবার আশায়
তুমি উৎগ্রীব
তারপর কখনও পার্কে
কখনও সিনেমায়
কখনও বা নিশাচর হয়ে ঘুরেছ
পালা করে
আমার স্বাদের ফুলগাছটি
নদীর বহুস্রোত পেরিয়ে আজ সাগরে মিশেছে
কলেজ পেরিয়ে তুমি আজও
পাড়ার নেকড়ের জিহ্বার লালার আস্বাদন
আমার সুগন্ধী ফুলগুলির পচাগলিত মাংসপিণ্ডে
জন্ম নিয়েছে কতকগুলি বিষাক্ত কীটের।
কবি পরিচিতি
জন্মস্থানঃ মির্জাপুর, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।
পেশাঃ শিক্ষকতা ।
সম্পাদকঃ 'সোঁদামাটি সাহিত্য পত্রিকা' ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন