এলো রঙ

মোহাঃ নুরুল ইসলাম মিয়া


এলো রঙ ধোঁকা দিতে
মোটা টাকা লুটে নিতে।
রঙ দেখে ভুলে যাই
কেনাকাটা করি তাই ।

সবুজের সবজিটা
টাটকা, না বাসি সেটা
বোঝা দায় চোখে দেখে
রঙে রঙে থাকে ঢেকে।  
রঙ দেয় ফলে ফুলে
ভালো ভেবে নিই তুলে।

এটা নাকি কলি কাল
রঙ খেয়ে লিচু লাল।
কাঁচা পাকে ছলে বলে
খায় কাঁচা পাকা বলে।
কি জানি কি দেয় ভাই
কাঁচা কলা পেকে যায়।
তবু মোরা গিলে খাই
ভাবি বুঝি ক্ষতি নাই।

রঙ এলো চালে ডালে
বাদ নাই কোনো মালে।
যেটা খাই দিনে রাতে
আছে বিষ রঙ তাতে।  

ভেজালের দাপাদাপি
তবু নিতে লাফালাফি।
রঙে ডাকে আয় আয়
হাতে পায়ে ছুটে যায়।

রাজনীতি রঙ পায়
কতো প্রাণ ঝরে যায়।
মন রঙে কতো রঙে
চলে দেখো কতো ঢঙে।
রঙে খায় হাবু ডুবু
মরে যায় ডুবি তবু।

রঙ টাকে ভালোবাসি
বারে বারে কাছে আসি।
রঙ খেয়ে রোগে ভুগী
মোরা হই চির রুগী।
যদি হই সাবধান
বেচেঁ যাবে এই প্রাণ।

এসো ধরি হালটাকে
বাদ দিতে রঙটাকে।
জাগে যদি সরকার
নাই কারো দরকার।





কবি পরিচিতি


জন্মস্থানঃ রাজখন্ড, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

বর্তমান বাসস্থানঃ সারগাছি, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।

পেশাঃ শিক্ষকতা ।

পুরস্কার/সন্মাননাঃ পশ্চিমবঙ্গ সরকারের 'শিক্ষারত্ন' (২০১৩) পুরস্কার।

প্রকাশিত গ্রন্থঃ 'কিছু ব্যথা কিছু কথা' (১ম খণ্ড)। 'ইসলাম কখনও সন্ত্রাসবাদকে সমর্থন করে না' ।



শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন