মোহাঃ নুরুল ইসলাম মিয়া
টিক্ টিক্ টিক্ টিক্ সময়টা ঠিক ঠিক
বারবার বলা তার চায়,
ঘুরে কাঁটা দিন রাত কারো সাথে নাই সাথ
কখনো না একটু দাঁড়ায়।
কখনো বা বাজে নয় কখনো বা বাজে ছয়
নয় ছয় হয় কি সময় ?
কখনো বা বাজে বারো দিনে কিম্বা রাতে ধরো
সকল সময় তাহা নয়।
সময়ের নয়-ছয়ে বারো বাজে যে সময়ে
সকাল সন্ধ্যা পারে হ’তে,
জীবনের সন্ধ্যায় সব আলো নিভে যায়
রাত আসে আঁধারের পথে।
যেটা তুমি কিনে এনে রেখে দিলে সযতনে
দেওয়ালেতে ঠিক ঠাক করে,
শুনছে না কথা কারো সবার বাজাতে বারো
ঘুরে কাঁটা দিন রাত ধরে।
খাই-দাই পান করি ঘুরি ফিরি খেলা করি
কখনো বা নিচ্ছি আরাম,
একটা একটা ক’রে নাম্বার ধ’রে ধ’রে
পাক খায় কাঁটা অবিরাম
একটু একটু ক’রে দিন গুলি ধ’রে ধ’রে
গিলে খায় রাক্ষস কাঁটা
কখনো বা ভাবি তাই কাঁটা খানি উপড়ায়
মনে হয় মারি তারে ঝাঁটা।
মনে হয় ছুটে গিয়ে বাঁধি তারে দড়ি দিয়ে
রুখে দিই তার এই চলা
ভাবি তারে মারি ছুড়ে দিই আমি ভেঙে চুরে
বর্শার বিষাক্ত ফলা।
সময়কে ধ’রে ধ’রে ছোটো ছোটো কুচি ক’রে
ঠাণ্ডা মাথায় করে খুন
তার গতি দেখ যাহা বাস্তবে নহে তাহা
গতি বেশি আরো শতগুন।
জীবনের আয়ু থেকে কিছু কেটে কিছু রেখে
প্রতিদিন করে ছিনতাই,
আয়ু শেষ করে তারে ঠেলে দেয় পরপারে
দয়া-মায়া কিছু তার নাই।
টিক্ টিক্ টিক্ টিক্ হয় যেন ঠিক ঠিক
সময়ের সদ্ব্যবহার,
তা না হলে সব শেষে জীবনের শেষে এসে
পস্তাতে হবে বার বার।
কবি পরিচিতি
জন্মস্থানঃ রাজখন্ড, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।
বর্তমান বাসস্থানঃ সারগাছি, মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ ।
পেশাঃ শিক্ষকতা ।
পুরস্কার/সন্মাননাঃ পশ্চিমবঙ্গ সরকারের 'শিক্ষারত্ন' (২০১৩) পুরস্কার।
প্রকাশিত গ্রন্থঃ 'কিছু ব্যথা কিছু কথা' (১ম খণ্ড)। 'ইসলাম কখনও সন্ত্রাসবাদকে সমর্থন করে না' ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন