বোধ

মোঃ আব্দুল হাফিজ


রমজানের তৃতীয় সপ্তাহ 
মেয়ে ধরল বায়না 
ইফতারি কিনতে যাব তোমার সাথে 
বাবা চল, দেরি আর সয়না ।
পৌঁছলাম হেঁটে হেঁটে বাজারে  
কিনলাম ইফতারি 
মনে মনে ভাবি 
রোজা রেখে আমরা 
ছেড়েছি কী বাটপারি ।
সারাদিন সারাক্ষণ করে জোয়াচ্চরি
সংযমের বালাই নেই 
"বড় বাপের পোলাই খায়"
খাই পেট পুরে 
করে গরিবের অধিকার হরি ।
ধর্মকে করে কলুষিত 
ভেবে এটাতো হলো ঢাল 
মৃত্যুর পরে ও মৃত্যুর আগে 
হবে কেমন তাদের হাল ।
রাস্তায় থাকা একটি ভ্যানে 
বাসায় ফিরব বলে পড়লাম উঠে 
মেয়ের প্রশ্ন করে-
বাবা, আমরা মানুষ 
ভ্যানচালকও মানুষ 
তাদের ব্যাথা কীসে টুটে ।
প্রশ্নে প্রশ্নে ভ্যাবাচ্যাকা 
ভ্যান চলছে ধীর গতিতে 
হাড্ডিসার ঐ  লোকটির 
বদলাবেনা জীবনের চাকা ।
বাসার কাছে চলে এসেছি প্রায়
রাস্তায় একজনকে সেই ভ্যানচালক
বলল ডেকে, এসো উঠে 
মোর ভ্যানে
টাকা যদি নাই থাকে দিও ক্ষণ
আর যদি না-ই পার 
দিতে হবেনা আর 
জানবে উঠেছ গরুর পিঠে ।
কি বোধ ! আছে তার মাঝে 
তার মাঝেই  বিধাতা
সেইতো মানুষ-
ভণ্ডরা আজ সাধু সাজে ।





কবি পরিচিতি


জন্মস্থানঃ বেনাপোল, যশোর, বাংলাদেশ ।

পেশাঃ সরকারি চাকরি ।



শেয়ার করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন