হামিম হোসেন মণ্ডল (বুলবুল)
আমি সাঁতার জানি না, তাই নদীকে ভয় পাই। আমি কঠোর হতে পারি না, তাই নারীর সঙ্গে নাই। আমি নিষ্ঠুর নই, তাই পারি না অস্ত্র হাতে যুদ্ধে যেতে। আমি যথেষ্ট জ্ঞানী নই, তাই পারি না শান্ত হয়ে বসে থাকতে। আমি নির্বোধও নই, তাই যে, অন্যায়কে মুখ বুঝে সয়ে যাবো! আমি অবুঝও নই, তাই যে, বাস্তবকে নীরবে ভুলে যাবো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন