প্রথমবর্ষ : প্রথম সংখ্যা
সম্পাদকীয়
'সোঁদামাটি' আমাদের একটি অনলাইন 'ছোটো পত্রিকা'। আপনাদেরও। তার পথ চলা শুরু হল। শিশুকে আঙুল ধরে হাঁটতে সাহায্য করার মতোই আপনাদের, আমাদের হাত ধরেই একদিন 'সোঁদামাটি' সাবালক হবে। এ প্রত্যয় আমাদের আছে। যে সংক্ষুব্ধ সময়ে 'সোঁদামাটি'র আত্মপ্রকাশ ঠিক সেই সময়ে বাংলা ও বাঙালির সামনে অনেক প্রশ্নচিহ্ন বর্তমান। সমাজের সার্বিক স্তরে অবক্ষয় দেখা দিয়েছে। হিটলারের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে আনাচে কানাচে। স্বার্থপর দৈত্যদের দাঁত নখ আরও লম্বা হচ্ছে ক্রমশ। আমার আপনাদের চার চারপাশে প্রতিক্রিয়াশীলদের দাপাদাপি। গণমাধ্যম খুললেই একরাশ মনখারাপ। তবুও স্বপ্ন জাগে প্রত্যয়ী মনে। নিষ্ঠা, জেদ, সংগ্রাম- শব্দগুলো বড় প্রিয় হয়ে ওঠে আমাদের। পুড়ে খাক হয়ে যাওয়া ধরিত্রীর বুক থেকে উঠে আসা সোঁদামাটির গন্ধ স্বপ্ন এঁকে দেয় আমাদের বুকে। যে স্বপ্ন আমাদের ঘুমোতে দেবে না। বিশ্বাসী আমরা, প্রত্যয়ী আমরা। আপনাদের প্রত্যেকের সহযোগিতায় 'সোঁদামাটি'র গন্ধ পোঁছে যাবে রূপসী বাংলার প্রতিটি দুয়ারে।
২৫শে বৈশাখ, ১৪২১
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন